সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী: নিজের পক্ষে রাখতে এবার পবিত্র কোরআন শরীফে হাত রেখে মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ করিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। জনপ্রতিনিধিদের শপথ করানোর সে দৃশ্য নিজের মোবাইলে ভিডিও করে রেখেছেন তিনি।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে এই শপথ করানোর ভিডিওচিত্র ফাঁস হয়ে যায়। এরপর থেকে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়। শপথ করানোর ভিডিও ফাঁস হলে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গোদাগাড়ীর দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আক্তার। তিনি লিখেছেন, ‘একজন রাজনৈতিক নেতা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে তার নিজস্ব নেতাকর্মীকে অনুগত করে রাখার জন্য পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাতে হয়!’
তবে এ নিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল সরকার মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘বিষয়টি জানি না। তবে পবিত্র কোরআন সবার ঊর্ধ্বে। এটা নিয়ে শপথ করা ঠিক কি ঠিক না সেটা নিয়ে মন্তব্য করব না। কারণ, রাজনীতি করতে হলে অনেক সময় অনেক কথা বলা লাগে। তিনি কোন মাইন্ডে কাজটা করেছেন আমি জানি না। কাজেই এ বিষয়ে মন্তব্য করতে পারব না। এটা উনার ব্যাপার। তাকে প্রশ্ন করেন।’
এভাবে শপথ করানোর বিষয়ে জানতে চাইলে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তাদের মন চেয়েছে যে, তারা সামনের দিনে ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এটাই তাদের নিয়ত। আমার সঙ্গে থাকবে, এটাও বলেছে। কয়েকজন আগে আমার বিরোধিতা করেছে। সেজন্যই তারা মনে করেছে, তাদের শুদ্ধ হওয়া দরকার। শপথ-টপথ নেওয়া দরকার। এই উপলব্ধি থেকে তারা নিজেরাই শপথ নিয়েছে।’ শপথ নেওয়ার বিষয়ে কাউকে বাধ্য করা হয়নি বলে জানান তিনি।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বসে আছেন। তার সামনের টেবিলে রাখা কোরআন শরীফে হাত রেখে একে একে শপথ করছেন ইউপি চেয়ারম্যানরা। এমপি ওমর ফারুক চৌধুরী নিজেই বসে থেকে সে দৃশ্য ভিডিও করে রাখছেন।পবিত্র কোরআনে হাত রেখে গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনোদিন যাব না। সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী এলাকায় দলীয় সব কার্যক্রম পরিচালনা করব।’
এরপর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘নৌকার সঙ্গে বেঈমানি করব না।’ তখন কোরআনে হাত রেখে সোহেলও একই কথা বলেন।শপথ করানো শেষে উপস্থিত ১১ জনের সঙ্গে ছবি তোলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এই ছবিতে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসসহ গোদাগাড়ীর নয় ইউপির চেয়ারম্যানদের দেখা গেছে।
এই ১১ জনের মধ্যে দুয়েকজন ছাড়া সবাই আগে থেকেই এমপি ওমর ফারুক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।এদিকে, কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন গোদাগাড়ী পৌর মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সভাপতি করেছেন। আমরা শেখ হাসিনার পক্ষে থাকব এজন্য কিছু নেতাকর্মী ও চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ হয়। আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করব এটাই আমাদের ওয়াদা।’তার দাবি, ‘নিজেরাই কোরআনে হাত রেখে শপথ নিয়েছি। এখানে কেউ কিছু বলেননি বা জোর করেননি।’
সময় জার্নাল /এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল