নিজস্ব প্রতিবেদক:
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ফোন করে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন। বঙ্গভবন সূত্রে একথা জানা গেছে।
এর আগে রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।
আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দুপুরে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন) এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ এর উপ বিধি (৬ অনুসারে) নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন, পিতা- প্রয়াত শরফুদ্দিন আনছারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন।
মো. সাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্থালাভিষিক্ত হবেন। আগামী ২৪ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে। সেদিন শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
এমআ্ই