মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুস্করণী গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার দুপুরে লাকসাম থানাধীন জোড় খেজুর গাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এদিকে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এমআই