বুধবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৩
এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের ২ জন আহত। ঘটনাটি ঘটেছে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ফারুক শেখের সাথে সাংবাদিক স্বপন মাহমুদের সাথে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে হামলায় উভয় পক্ষের ২ জন গুরুত্বর জখম হয়।
এ ঘটনায় গুরুত্বর জখমীরা হলেন আব্দুল জলিল শেখ (৪০) ও সাংবাদিক স্বপন মাহমুদ (৬৫)। আহত আব্দুল জলিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বপন মাহমুদে প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি রয়েছে।
এ বিষয়ে ফারুক শেখ জানান, আমাদের বসতবাড়ির চলাচলের একমাত্র এ রাস্তা স্বপন মাহমুদের পিতা শওকত আলী খানের সম্মতিতে ২০/২৫ বছর পূর্বে রাস্তাটি সকলের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
হঠাৎ স্বপন মাহমুদ ও আব্দুল কুদ্দুস খান রাস্তা কেটে পথ বন্ধ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আমাদের ওপর লোকজন নিয়ে হামলা করে। এতে আব্দুল জলিল গুরুত্বর জখম হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অপরদিকে স্বপন মাহমুদের ভাই আব্দুল কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে বসতঘর করতে গেলে ফারুকের নেতৃত্বে আমার ভাই স্বপন মাহমুদ ও আমার ওপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে খুলনা মেডিকেলে ভর্তি রয়েছে।
পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক েশেখ বলেন, আমার জানামতে ওই জমি শওকত আলী খানের। রাস্তাটি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পরিষদে অভিযোগ হলে উভয় পক্ষকে নিয়ে বসা হলে পক্ষদ্বয় সমঝোতায় না আশায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
সময় জার্নাল/এলআর