নিজস্ব প্রতিবেদক : মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনের শুনানি হচ্ছে না। হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সব ধরনের জামিনের আবেদনের বিষয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি হবে না জানিয়ে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে আদালত।
এর আগে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আনভীরের জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।
২৬ এপ্রিল সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজপড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন নিহতের বড় বোন। এরপরেই বসুন্ধরা গ্রুপের এই শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
সময় জার্নাল/