মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে ধানসিঁড়ি নাম করণ করে একটি কলেজের শুভ উদ্বোধন করা হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগানকে সামনে রেখে অত্র ইউনিয়নের কিছু শিক্ষা প্রেমি মানুষের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার আলোকে ধরে রাখতে প্রতিষ্ঠিত হতে চলছে ধানসিঁড়ি কলেজ নামে একটি কলেজ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে কলেজের উদ্বোধন ঘোষনা করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী (এমপি)।
বক্তারা বলেন, প্রতিদিন ভয় আর আতংক নিয়ে কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরা গাড়ি যোগে শহরে যেতে হয় পড়ালেখা করার জন্য। এবং দূরে কলেজ হওয়ার কারণে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ের পীড়িতে বসতে হয়, মা বাবারা মনে করেন এলাকার বাহিরে মেয়েদের পড়তে পাঠালে বখাটে ছেলেদের ইভটিজিংয়ের শিকার হবেন মেয়েরা। এই জন্য ধানসিঁড়ি কলেজ হওয়ার কারণে কোন দুশ্চিন্তা ছাড়া ছেলে মেয়েদের লেখা পড়া করাতে পারবেন বলে মন্তব্য করেন অভিভাবকরা।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রুপান্তর করার লক্ষ্যে কলেজটি উদ্ভোধন হয়ে ক্লাস শুরু করতে যাচ্ছে ধানসিঁড়ি কলেজ, শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ শিক্ষক/শিক্ষিকা। এই ধানসিঁড়ি ইউনিয়নের সাধারণ মানুষের আরেকটি স্বপ্ন হলো অতি দ্রুত কলেজটি বেসরকারি থেকে সরকারি খাতায় নাম লেখানো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ ইব্রাহিম, সাবেক সভাপতি নুরুল আমিন রুমি, চট্টগ্রামের ব্যবসায়ি মোঃ ইব্রাহিম, আবদুল মান্নান সোহাগ, কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল হক রিয়াদ, ধানসিঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল খান, সাবেক চেয়ারম্যান নুরুল আলম ভূঁইয়া পারভেজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ, সম্পাদক কামাল উদ্দিন বাবুল, সেনবাগের বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আলম, চর ওয়াবদা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ।
সময় জার্নাল/এলআর