এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর ২৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, এসআই প্রসেনজিৎ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক মশিউর রহমান মাসুম, এইচএম মইনুল ইসলাম, রাজীব আহসান রাজু, গনেশ পাল, এম.পলাশ শরীফ সহ সকল সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রস্তাবলী খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টায় পতিত জমিতে ফসল ফলানো, পর্যাটন কেন্দ্র, প্রাচীনতম খালগুলো পুনঃখনন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কৃত্রিম সংকট রোধকল্পে মনিটারিং কার্যক্রম জোরদার ব্যবস্থা করা সহ ২৫ দফা তুলে বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগীতার আহবান জানান তিনি।
সময় জার্নাল/এলআর