মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবাহী বাংলাদেশের স্বনামধন্য জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মডার্ন ক্যাফেটেরিয়া হলরুমে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খানের আয়োজনে ভোরের কাগজ পাঠক ফোরাম সীতাকুণ্ড উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।
ভোরের কাগজ পাঠক ফোরামের নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামিমা আক্তার লাভলী।এসময় উপস্হিত ছিলেন সার্জেন্ট (অব:) মজিবুর রহমান, সৌরভ চৌধুরী, মো. হারুন, চল্চ্চিত্র ও টেলিফিল্ম অভিনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ছাদেক মস্তান(রা:)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ইন্জি. কামরুদ্দোজা, শাহ সুলতান শামীম, আনিছুর রহমান, কেএম সালাহউদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক রেজাউল হোসেন পলাশ, সাংবাদিক ইমাম হোসেন ইমন,সাংবাদিক মামুনুর রশিদ মাহিন,সাজ্জাদ হোসেন,সাংবাদিক আব্দুল মামুন,নূর মোহাম্মদ,পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, কামরুন্নাহার নীলু,সীযুপ্রফার সভাপতি জাকির হোসেন, রিয়াজ, জুবায়ের, জাহাঙ্গীর, আশরাফ, আজাদ, আলমগীর, ইকবাল হোসেন, শাহ আলম, ইসমাইল হোসেন, দুলালসহ বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক ভোরের কাগজ পাঠক।
আলোচনা সভা শেষে ' শুভ শুভ শুভদিন - ভোরের কাগজের জম্মদিন' মুর্হুমুর্হু শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্হল। ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া কেক কেটে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করলে শতাধিক উপস্হিতি মানুষ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেক মিস্টি সন্দেষ খেয়ে ভোরের কাগজের ৩২ বছর পদার্পনকে অভিনন্দন জানায়।উক্ত আলোচনা সভায় দৈনিক ভোরের কাগজের পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন বক্তারা।
সময় জার্নাল/এলআর