আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান পরিচালনা করে দেশটির আয়কর কর্মকর্তারা। অবশেষে অভিযানের সমাপ্তির কথা জানা গেলো।
গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয় দেশটির আয়কর বিভাগের এ অভিযান।
বৃহস্পতিবার রাতে অভিযান শেষ হয়। অভিযান শুরু হওয়ার পর থেকে দিল্লির কার্যালয়ের অন্তত ১০ জ্যেষ্ঠ কর্মী বাড়িতে যাচ্ছিলেন না। অবশেষে বাড়ি ফিরেছেন তারা। ধারণা করা হচ্ছে, সম্প্রতি মোদীবিরোধী তথ্যচিত্র নির্মাণ করায় এমন অভিযান চালায় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির আয়কর বিভাগ এ নিয়ে একটি বিবৃতি প্রদান করতে পারে।
দেশটির আয়কর কর্মকর্তারা বিবিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপসহ আনুষাঙ্গিক জিনিস পরীক্ষা করেছেন বলে জানা গেছে। আয়কর কর্মকর্তারা বিবিসির কর্মীদের কাছ থেকে আর্থিক তথ্য সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন নথিও সংগ্রহ করেন।
বে তারা বলছেন, কর ফাঁকি ও ‘ট্রান্সফার প্রাইসিং’ সংশ্লিষ্ট বিষয় ‘সমীক্ষা’ করে দেখা হচ্ছে।
সময় জার্নাল/এলআর