মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

শুক্রবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৩
হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে বাস উল্টে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুল হামিদের পুত্র নাদিম হোসেন (৩৫), চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আব্দুস সালামের পুত্র এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)। অন্যজন এখনো অজ্ঞাত (৩৫)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের বাগানবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

বাহুবল মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসটি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে মহাসড়কের বাগানবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২০-২৫ জন। আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমের তৎপরতায় রাত ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল