আসাদুজ্জামান, ডিআইইউ প্রতিনিধি:
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি৷
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পোস্টের বারিধারার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান ডিআইইউসাস'র সদস্যরা৷
এ সময় ডিআইইউসাস'র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট-এর তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে ডিআইইউসাস'র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেইসঙ্গে ঢাকাপোস্ট-এর ধারাবাহিক সাফল্য কামনা করছি। দেশের কল্যাণে ঢাকাপোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে৷
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ইসমাম হাসান মবিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম প্রামানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া হোসেনসহ অনেকে৷
‘সত্যের সাথে সন্ধি’— এই স্লোগানকে ধারণ করে করোনা মহামারির মধ্যে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে।
সময় জার্নাল/এলআর