খালেদ হোসেন টাপু, রামু:
আগামী ৯ মার্চ রামু উপজেলা যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে কমিটি গঠন নিয়ে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কমিটি গঠনের ঘোষনা দেওয়া হবে এমন ঘোষনায় নড়ে-চড়ে বসছেন পদপ্রত্যাশীরা। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন অনেক পদ প্রার্থীরা। তবে কারা হচ্ছেন রামু উপজেলা যুবলীগের আগামী দিনের কর্ণধার তা জানতে অপেক্ষা করতে হবে কমিটি ঘোষনা পর্যন্তু।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার কার্যালয়ে রামু উপজেলা যুবলীগ পদপ্রত্যাশীরা নিজ নিজ জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। গত ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা নেন জেলা যুবলীগ।
পদ-প্রত্যাশী হিসেবে সভাপতি পদের জন্য জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন, জেলা যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রজত বড়ুয়া রিকু, রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক রতন বড়ুয়া ও তারেক আহমদ।
এছাড়া সাধারণ সম্পাদক পদে জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন, রামু উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, রামু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূট্টো, রামু উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমুদুল করিম চৌধুরী রুবেল, রামু উপজেলা যুবলীগের সদস্য বিপুল বড়ুয়া আব্বু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদ আলী, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল এর রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, মো. মোয়াজ্জেম মোর্শেদ, নাহিদুল ইসলাম, ইমাম হোসেন ইমরান, আব্দুল শুক্কুর, হালিম রায়হান, মিজানুর রহমান, আজিজুল হক, আব্দুল্লাহ আল নোমান।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে ইয়াছির আরাফাত, সাংগঠনিক পদে সাইফুল ইসলাম ও আবদুর রহিম জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, কেন্দ্রের নির্দেশনা মতে আগামী ৯ মার্চ রামুতে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। রামু উপজেলা যুবলীগের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশই এই পদ ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতারা চাচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদে নিজের নাম লেখাতে।
ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, “যারা দীর্ঘ দিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের যোগ্যতা, দক্ষতা, পরিশ্রম, বিশ্বস্ততা ও আনুগত্যের মাধ্যমে মূল্যায়ন চাই আমরা।
এমআই