সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : অনন্যা ম্যাগাজিন এবং লবী রহমান'স কুকিং ফাউন্ডেশনের আয়োজনে অনন্যা পিঠা প্রতিযোগিতার 'চূড়ান্ত পর্ব-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লবী রহমান'স কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক ও অনন্যা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসাইন, স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবিন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মেহে জেবুন্নেসা রহমান। পিঠা প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেফ টনি খান, শেফ আহমেদ ও শেফ ড্যানিয়েল।
প্রতিযোগিতায় ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন যৌথভাবে চাঁদপুরের সুরাইয়া আক্তার ও বগুড়ার নাদিরা হাসান।
দ্বিতীয় স্থান অর্জন করেন যৌথভাবে নারায়ণগঞ্জের সাবিরা সুলতানা ও সাহানা ইয়াসমিন।
তৃতীয় পুরস্কার লাভ করেন যৌথভাবে ঢাকা জেলার মেহেরুন আক্তার মেরি ও রাজশাহীর রুহুল আমিন। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সময় জার্নাল/এসএ