বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দ্রব্যমূল্যের দাম কমিয়ে দাও: সৈয়দ আহমদ শফী আশরাফী

শনিবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৩
দ্রব্যমূল্যের দাম কমিয়ে দাও: সৈয়দ আহমদ শফী আশরাফী


মুসাব্বির হোসেন:


পণ্যের দাম কমিয়ে দাও। সাধারণ খেটে খাওয়া মানুষ বাজারে যেতে পারেনা। প্রতিটি পন্যের দামে আগুন। চাল-ডালসহ পন্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। জনমনে বিরূপ প্রভাব ফেলেছে। দ্রব্যমূলের উর্ধ্বগতির কারণে সরকারের উন্নয়ন ঢাকা পড়ে যাচ্ছে। সুতরাং সিন্ডিকেট ভেঙে দাও, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দাও।


আজ সকাল দশটায় "দ্রব্যমূলের উর্ধ্বগতি জনগণের উপর বিরূপ প্রভাব" শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র (এনএসবি পার্টি) মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন। 


ফরিদপুর জেলা আহবায়ক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান মোঃ শাহ আলম তাহের, শাইখুল হাদিস আল্লামা মহসিন আহমদ, অধ্যক্ষ ওমর ফারুক সাইফী, মাওলানা মাহমুদুল হাসান, হেলালউদ্দিন মুহাম্মদ মাসুম, এনএসবি ছাত্র পার্টির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাসনাইন আহমদ, হাফেজ মুসাব্বির হোসেন সহ অনেকে।


তিনি বলেন- ঘন ঘন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। যা অনাকাঙ্খিত। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। লুটেরা গোষ্ঠী মানুষের কষ্টের টাকা চুষে খাচ্ছে। সংকট তৈরির মদদদাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।


তিনি আরো বলেন- পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয়বস্তু দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করার পায়তারা মেনে নেওয়া হবে না। এর সাথে যারাই জড়িত আছে, তাদেরকে শাস্তির দাবি করছি। ধর্মপ্রাণ মুসলমানরা কখনোই তা মেনে নেবে না। সরকার এবং প্রশাসনকে অনুরোধ করবো, যারা বাংলাদেশের মধ্যে  অস্থিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে নইলে শান্তিপ্রিয় মুসলমানরা রাজপথে নেমে আসলে তারা পালানোর পথ খুঁজে পাবে না।


সময় জার্নাল/এসএম 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল