নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের বাংলাদেশ এর উদ্যোগে নানান সামাজিক কাজ করে। সে ধারাবাহিকতায় আজ সকালে রাজধানীর পুরাতন কচুক্ষেত এর দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ সময় উপস্থিত ছিলেন এমামুল ইহসান রোমেল, ইফতি, নাদিরা, কাজী জাকিয়া, শিলা, সাদমান, পলাশ, ফররুখ, ফারহানা আক্তার সহ আরও অনেকেই।
আয়োজকরা বলেন, শিশুদের দ্রবমূল্যের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাথায় রেখে পুষ্টিকর খাবার বিতরণ উদ্যোগ নিয়েছে। এবং নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের খাবার বিতরণ সহ আরও মানবিক কাজে এগিয়ে নিতে চায় স্বপ্নের বাংলাদেশকে।
প্রতিষ্ঠাতা ফারহানা আক্তার সময় জার্নালকে জানান,সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষ যদি এভাবে করে এতিম, অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজ আরো সুন্দর হবে।
এমআই