আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা):
সাভারের আশুলিয়ায় ভূয়া সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের সময় জুবায়ের চৌধুরী (৪০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তবে এসময় পালিয়ে যায় এ চক্রের আরও দুই থেকে তিন জন। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত ১১ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুবায়ের চৌধুরী ফরিদপুর জেলার ভদ্রাশন থানার চার ফকিরডাঙ্গী গ্রামের মৃত কাদের চৌধুরীর ছেলে। তিনি ও তার সহযোগীরা প্রাইভেটকার নিয়ে সেনা পরিচয়ে ছিনতাই করতেন।
ভুক্তভোগী রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারী ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেল যোগে পারিবারিক কাজে নবীনগর এলাকার জয় রোস্তরার সামনে যান। এসময় একটি কালো রংয়ের প্রাইভেটকার তার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে নেমে ভুক্তভোগীকে অজ্ঞাতনামা ২/৩ জন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে এলোপাথারিভাবে মারপিট করে।
এসময় তার মানিব্যাগ থাকা নগদ ১০হাজার টাকা সহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র কব্জা করে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে আসামীরা। ভুক্তভোগী চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে এসে আসামীকে আটক করে এবং প্রাইভেট কারটি জব্দ করে। পরে র্যাবের টহল টিমের হাতে আসামী জুবায়ের চৌধুরীকে সোপর্দ করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল হাসান জানান, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময় জার্নাল/এলআর