সর্বশেষ সংবাদ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সোমবার (২০ ফেব্রুয়ারী-২০২৩) সকাল ১০ টায় দিনাজপুর পৌরভবন কেন্দ্রে দুইজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে পৌর এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় পৌরসভার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক মোঃ লিয়াকত আলী, ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানা মালাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী কর্মী উপস্থিত ছিলেন। দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২১ হাজার ৭৮৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে। এ কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীসহ ৩৭২ স্বেচ্ছাসেবী কর্মী। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৪৪৪ জন ও ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৩৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল কাওয়ানো হবে। দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ‘এ’ ক্যাপসুল খওয়ানো হবে। এর মধ্যে ১২টি ওয়ার্ডে সাধারণ কেন্দ্র সংখ্যা ১১১টি, রাত্রিকালিন ৮টি কেন্দ্র ৮টি ও বিশেষ টিম (কেন্দ্র) ৫টি। রাত্রিকালিন ৮টি কেন্দ্রের মধ্যে রয়েছে-পৌরসভা কার্যালয়, লালবাগ ক্লাব, মির্জাপুর বাস টার্মিনাল, ফকিরপাড়া বড় মসজিদ সংলগ্ন আসগরের দোকান, দিনাজপুর জেনারেল হাসপাতাল, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, রেল স্টেশন ও রামকৃষ্ণ মিশন আশ্রম কেন্দ্র। ভ্রাম্যমান ৫টি কেন্দ্রের মধ্যে রয়েছে-সরকারী কলেজ মোড়, মাতাসাগর মোড়, হাউজিং মোড়, কাঞ্চন নতুন ব্রিজ মোড় ও পুলহাট টেম্পুস্ট্যান্ড। সময় জার্নাল/এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল