নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গুলশান-২ এ বহুতল ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল।’
তিনি আরো বলেন, ভবনের নির্মাণকাঠামো, অগ্নিনির্বাপণ ব্যবস্থা- এসব বিষয় ঠিক ছিল কি না, তা সংশ্লিষ্ট সংস্থা খতিয়ে দেখবে।
আবদুল আহাদ জানান, তারা নিরাপত্তাকর্মীদের কাছে ভবনটি বুঝিয়ে দিয়েছেন। ভবনের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে মালিকেরা নিজ নিজ ফ্ল্যাটসহ সবকিছু বুঝে নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সময় জার্নাল/এলআর