এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউনিয়নে অবস্থিত দাঁড়ির পাড় ইসলামিয়া মাদ্রাসার নানা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে মাদ্রাসার সামনের রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাদ্রাসা র কতিপয় কর্মকর্তা তাদের আত্বীয় স্বজদের অবৈধভাবে নিয়োগ দিয়ে পারিবারিক প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছে।
তাছাড়া মাদ্রাসাটিতে নানা অনিয়ম হবার কারনে শিক্ষার কোন পরিবেশ নেই। অবিলম্বে মাদ্রাসার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, দাতা সদস্য, অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর