লাবিন রহমান:
নবীন কবি শেখ ফাহমিদা নাজনীন পিয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ "শহরে মাঝরাত্তির" প্রকাশিত হয়েছে।
এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে এই কবিতার বইটি। দেশজ প্রকাশনের -৩৪১ নং স্টল থেকে সংগ্রহ করতে পারেন আপনার কপিটি। কাব্যগ্রন্থটি অনলাইনেও পাওয়া যাচ্ছে।
শেখ ফাহমিদা নাজনীন নিয়মিত ভাবেই কাব্যচর্চা করে আসছেন। তিনি বলেন, আমার পাঠকদের হাতে বইটি পৌছে দিতে পেরে আমি খুবই আনন্দিত। শখের বশে লেখালেখি শুরু করা। সকলের এই উৎসাহ দেখে ভালো লাগছে। আশা করি পরবর্তী প্রকাশনা তাড়াতাড়িই পাঠকের হাতে পৌছাতে পারব।
অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করুন
কারিগর প্রকাশন
https://www.facebook.com/karigorprokashon?mibextid=ZbWKwL
নিজে পড়ুন‚ আপনার প্রিয়জনকে উপহার দিন।
সময় জার্নাল/এলআর