ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী কর্তৃক নবীন ছাত্রীকে রুমে ডেকে র্যাগিংয়ের নামে রাতভর নির্যাতনের ঘটনায় চলছে তদন্ত। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির তলবে আজ সোমবার ক্যম্পাসে উপস্থিত হয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগী তাবাসসুম।
দুপুর সোয়া ১টায় তদন্ত কমিটির সাথে সাক্ষাৎকার শেষে মূল অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমার সাথে একবার কথা হয়েছে। আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এবং আমার সাক্ষরিত চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তদন্তের সার্থে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন।'
তার দ্বারা হলে ভীতিকর পরিবেশ তৈরি করে রাখার অভিযোগের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তদন্তে রিপোর্ট যা আসবে, সেটাতো সত্যিটাই আসবে। স্যার ম্যাডামদের তো ভরসা করেই কমিটিতে দেওয়া হয়েছে। তারা তদন্তে যা দিবে সেখান থেকেই আপনারা সত্যটা জেনে নিতে পারবেন।'
পূর্বে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়েও দলে কিভাবে পদ পেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'কমিটিতে আসা না আসা সেটা তো আমি মন্তব্য করার বিষয় না। আপনারা বড়দের সাথে কথা বলতে পারেন।'
এছাড়া ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত।
এদিকে তদন্তের বিষয়ে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, 'তদন্তে আমরা অনেকদূর এগিয়েছি। গতকালকেও আমরা সাড়ে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত কাজ করেছি। আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করবো।'
এছাড়া সিসি টিভির ফুটেজ পর্যালোচনার প্রশ্নে তিনি বলেন, 'আমরা প্রভোস্টকে সিসি টিভির ফুটেজ আমাদের কাছে সরবরাহ করার জন্য বলেছি। কিন্তু তারা এখনও দিতে পারে নি। তারা বলছে, সিসিটিভির ব্যাপারটি আইসিটি সেলের টেকনিশিয়ান দেখিয়েছে। ওটাতে কিছু ডিভাইস লাগবে। সেটার জন্য প্রভোস্ট ব্যবস্থা করছেন। দুই এক দিনের মধ্যে আমরা হয়তো পাবো।'
এমআই