মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩
নাটোরে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

ইসাহাক আলী, নাটোর:

নাটোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন।

সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এছাড়া সাবেক এমপি ও সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী বেগম সুফিয়া হকের সভাপতিত্বে কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী রোকসানা বেগম টুকটুকি, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ উপস্থিত ছিলেন।

এ সময় আফরোজা আব্বাস বলেন, সরকার আজ দমন পীড়ন আর জেল জুলুম দিয়ে বিএনপিকে নস্যাৎ করার চেষ্টা করছে। এ সময় মহিলা দলের নেতাকর্মীদের এগিয়ে এসে কেয়ার টেকার সরকার বাস্তবায়ন ও নিরপেক্ষ নির্বাচনে সরকার বাধ্য করার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল