মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

মুখোশ দারীর গুলিতে রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩
মুখোশ দারীর গুলিতে রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

গোলাম আজম খান, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে 'আধিপত্য বিস্তারকে' কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের হামলায় মোহাম্মদ সেলিম নামে এক রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) ছৈয়দ হারুনুর রশীদ।

গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে।

তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি ( সহকারি কমিউনিটি নেতা ) হিসেবে দায়িত্বরত।

তাকে প্রথমে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল