এম.পলাশ শরীফ বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে গ্রাম উন্নয়নে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
সভাপতিত্বে বিশেষ অতিথি ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কাওছার হোসেন, আবু বকরসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। সভায় স্বাগত বক্তাব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিধান চন্দ্র।
সভায় বক্তারা ওয়ার্ল্ড ভিশন এপি’র পরিচালিত গ্রাম উন্নয়ন কমিটি গ্রামীন এ জনপদের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয়ে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিষদের সদস্যবৃন্দকে অবহিত করেন। পাশাপাশি তাদের সহযোগীতা ও পরামর্শ কামনা করেন।
সময় জার্নাল/এলআর