মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার পথেনবিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দূতাবাসের বরাত দিয়ে মহাপরিচালক বলেন, দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে। দূতাবাস খোঁজ-খবর রাখছে। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস, তারা কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরো দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন,নিহত ৫ জনের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
এমআই