মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ আগামীকাল ২৫ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ দুইটি প্যানেল থেকে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও দুইটি পদে এরই মধ্যে দুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন নির্বাচিত হয়েছেন। আর কার্যকরি সদস্যের একটি পদে কোন নির্বাচন হবে না। ফলে বর্তমানে মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১০টি পদে ৪ জন্য স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত দুইজন প্রার্থী হলেন-দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন ও ক্রীড়া সম্পাদক মোঃ আনারুল ইসলাম।এই নির্বাচনে মোট ২৪৮ ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্যানেল দুইটি হলো রিয়াজ উদ্দিন মোল্লা-নজরুল ইমলাম বিশ্বাস প্যানেল ও অপরটি জালাল উদ্দীন-নেসার আহম্মেদ প্যানেল।
রিয়াজ উদ্দিন মোল্লা-নজরুল ইমলাম বিশ্বাস প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি রিয়াজ উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোঃ খোরশিদ, সাধারণ সম্পাদক নজরুল ইমলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ অমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ আবজারুল হক ও মোঃ মতিয়ার।
অপরদিকে জালাল উদ্দীন-নেসার আহম্মেদ প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি
মোঃ জালাল উদ্দীন, সহ-সভাপতি মোঃ নান্নু, সাধারণ সম্পাদক মোঃ নেসার আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ তাজুল, প্রচার সম্পাদক মোঃ মিন্টু, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর, মোঃ মাজাহারুল ইসলাম মন্টু ও মােঃ সোহেল। এছাড়া ৪জন স্বতন্ত্র প্রার্থী হলেন-সভাপতি পদে মোঃ শামীম, সহ-সভাপতি মোঃ জাবেদ, কোষাধ্যক্ষ মোঃ রাজা ও কার্যকরি সদস্য পদে মোঃ তারেক রহমান।
শনিবার বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত দিনাজপুর হকার্স মার্কেটে সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এতে মোট ২৪৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মোঃ মকসেদুর রহমান শাহজাদা।
এমআই