সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। দেশটির মুলতান-শাক্কুর সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একটি ভ্যান রাস্তায় উল্টে গেলে দ্রুতগতির বাস ও জিপ তাদের চাপা দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ১৩ জন নিহতের বিষয় নিশ্চিত করেছে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, একই পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে ভ্যানটি যাওয়ার সময় টায়ার বিস্ফোরিত হয়ে সেটি উল্টে যায়। এর পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে গেলে দ্রুতগামী একটি বাস ও জিপ তাদের চাপা দেয়।
সড়কটিতে দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা আব্দুল কাদির সিন্ধু বলেছেন, দুর্ঘটনায় ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা গুরুতর।
অপরদিকে, জেলা পুলিশ কর্মকর্তা রিজওয়ান উমর গন্ডল ডনকে জানান, কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সময় জার্নাল/এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল