শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ১১ লাখ ছাড়াল

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১
বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ১১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহ থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। থমকে গেছে বিশ্ব অর্থনীতি। প্রাণঘাতী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখেরও বেশি। একই সময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও প্রায় ১৫ হাজারেরও বেশি এবং ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯১ হাজারেও বেশি।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
 
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৭৩০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখের ঘর।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৩ হাজার ৭৪ জন। এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনে। দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৯২ হাজার ৩৯০ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৯৬ হাজার ৫৫৭ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ১৪ হাজার ২৪২ জন, ইতালি ৪০ লাখ ৯ হাজার ২০৮ জন, তুরস্কে ৪৭ লাখ ৮৮ হাজার ৭০০ জন, স্পেনে ৩৫ লাখ ১৪ হাজার ৯৪২ জন, জার্মানিতে ৩৩ লাখ ৭৩ হাজার ৫৫৭ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৪০ হাজার ৯৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৪ হাজার ২২৪ জন, রাশিয়ায় এক লাখ ৯ হাজার ৭৩১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৫০২ জন, ইতালিতে এক লাখ ২০ হাজার ৫৪৪ জন, তুরস্কে ৩৯ হাজার ৭৩৭ জন, স্পেনে ৭৮ হাজার ৮০ জন, জার্মানিতে ৮৩ হাজার ২২১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জন মারা গেছেন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল