এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে এ প্রদর্শনী মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ।
সেবা সপ্তাহ প্রদর্শনীতে এবারে খামারিরা গরু, ছাগল ভেড়াসহ বিভিন্ন প্রযুক্তির ৪৬টি স্টল অংশ নেয়। অংশ গ্রহনকারিদের চেকের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল আলম মিলন।
সময় জার্নাল/এলআর