সর্বশেষ সংবাদ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে মনন সাংস্কৃতি চর্চা কেন্দ্র এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথম বারের মতো ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত্বরে বই মেলার শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু: আব্দুর রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র প্রমুখ।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান জানান, বই মেলায় সদ্য প্রকাশিত তরতাজা ৪০০ নতুন বইয়ের সমাহার নিয়ে মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। মেলায় সদ্য প্রকাশিত বই কেনার পাশাপাশি বই পড়ারও সুযোগ পাবেন পাঠকরা। সদ্য প্রকাশিত ও আগের প্রকাশিত বইসহ মেলায় স্থান পেয়েছে প্রায় ৬০০ বই।
ডিসি জানান, শরীয়তপুরে যারা উদ্যোগি লাইব্রেরিয়ান আছেন, উদ্দোক্তা আছেন বা বই নিয়ে কাজ করতে চান তাদের জন্য স্টলটি দেয়া হলো। এখানে চারপাশে তাদের মিলন মেলা হবে। এটি বই প্রেমি মানুষের আড্ডার যায়গা। কেউ যদি তার বই নিয়ে এসে বিক্রি করতে চায় প্রকাশিত বই সেই সুযোগও রয়েছে এখানে।
সময় জার্নাল/এস.এম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল