বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলার মামলায় গ্রেপ্তার-২

সোমবার, মার্চ ১, ২০২১
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলার মামলায় গ্রেপ্তার-২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ এর বাড়িতে ঢুকে পরিবারের স্বজনদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে একজনকে ও সোমবার সকালে সদর হাসপাতালের সামনে থেকে আরেক জনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কলেজপাড়া (আদম নগর) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বুলবুল ওরফে বুলু (৪৮) ও তার ছোট ভাই রুবেল (২৪)।

মামলার বিবরণে বলা হয়, গত ২৩ ফেব্রæয়ারি বিকেলে শহরের কলেজপাড়া (আদম নগর) এলাকায় সাংবাদিক শাকিল আহমেদ এর বাড়ির পাশে টাঙ্গন নদীর ধারে একটি বড়ই গাছে বড়ই পাড়তে যায় তার চাচাতো ভাই শিশু আবিদ (১০)। এসময় প্রতিবেশী রেজাউল, রইসুল সহ তার ভায়েরা শিশু আবিদকে চরথাপ্পর দেয়। খবর পেয়ে  সাংবাদিক শাকিল তাৎক্ষনিক বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে। এসময় রেজাউল, রইসুল, বুলবুল ওরফে বুলু সহ তার ৮ ভাই ও বেশকিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক শাকিলের বাড়িতে ঢুকে তার উপর অতর্কিতভাবে হামলা করে।  এসময় সাংবাদিক শাকিলকে বাচাঁতে এগিয়ে আসলে তার বাবা আদম আলী, মা শাকিলা আক্তার, বড় চাচা আলম আলী ও চাচাতো ভাই লাবুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রেজাউল,  রইসুল, বুলু সহ তার ৮ ভাই ও বেশকিছু সন্ত্রাসী।

পরে এলাকার লোকজন এগিয়ে আসলে রেজাউল,  রইসুল, বুলু সহ তার ৮  ভাই ও বেশকিছু সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আলম আলীর অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ঘটনায় পরদিন ২৪ ফেব্রæয়ারি সাংবাদিক শাকিল আহমেদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে ও ৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  অন্য আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে মামলার তদন্ত চলছে।



সময় জার্নাল/


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল