স্পোর্টস ডেস্ক:
২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। লম্বা এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আজ। মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
উত্তাপ ছড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে এই দুই দলের লড়াই। ইংলিশদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ঘরের মাটিতে টানা সাতটি সিরিজ জেতা বাংলাদেশ কখনোই সিরিজ জিততে পারেনি ইংলিশদের বিপক্ষে। টেস্টখেলুড়ে এই একটি দেশের বিপক্ষেই সিরিজ জয় বাকি সাকিব-তামিমদের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার।
এমআই