সময় জার্নাল ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩১ তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে স্পনসর ছিল আমেরিকার বিখ্যাত স্কিন কেয়ার ব্র্যান্ড 'ব্লেইজ ও স্কিন'। শুক্রবার দিনব্যাপী ওই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল ব্লেইজ ও স্কিন এর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন।
অংশগ্রহণকারীরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের এসব পণ্যের প্রাপ্তি যোগ ও আয়োজনের স্পন্সর হওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় টি শার্ট ও গিফট হ্যাম্পার।
সাবেক শিক্ষার্থী ইসরাত বলছিলেন বাংলাদেশে এমনিতেই ভালো ব্র্যান্ডের বিশেষ করে আমেরিকান ব্র্যান্ডের প্রোডাক্ট এভেলেবেল পাওয়া যায় না। তবে এক্ষেত্রে ব্লেইজ ও স্কিনের বাংলাদেশে লঞ্চিং ত্বক সচেতন মানুষকে সহায়তা করবে।
সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ ও স্কিন একটা ইউএস এর ব্র্যান্ড। আমাদের স্কিন কেয়ার এবং বডি কেয়ার প্রোডাক্ট আছে এখানে। ফেসস্ক্রাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, সাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্ক এরকম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। প্রোডাক্টগুলো পোল্যান্ড এবং গ্রীসের তৈরি বলে জানান তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চ মাতান কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত।
সময় জার্নাল/এলআর