জেলা প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ দাঁড়িয়েছে। এঘটনায় অন্তত ৩০ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এই ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২). মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা বয়স (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬), মো. আলমগীর (৩৪) ও মো. সেলিম (৩৭)।
পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
এমআই