সময় জার্নাল ডেস্ক:
জাতিসঙ্ঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতায় দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল মালিতে এমআইএনইউএসএমএ- মিশনে যোগ দিয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট (বিএনএফপিইউ)-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি কমান্ডার এম জালাল উদ্দিন আহমেদ ফাহিম বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট (ব্যানএফপিইউ)-১-এর নবম রোটেশনে মিশন সদস্যদের ৭০ জন পুলিশ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন এবং পঞ্চম রোটেশনে বাকি ৭০ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি কমান্ডার মোহাম্মাদ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, ১৪০ জন সদস্যের সমন্বয়ে দু’টি কন্টিনজেন্টের একটি অগ্রিম দল ইতোমধ্যেই গত মাসের ১৭ ফেব্রুয়ারি মিশন এলাকায় পৌঁছেছে।
পুলিশ হেডকোয়ার্টার্স ওভারসিজ এবং ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা ডিআর কঙ্গোতে যাওয়া শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।
বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিট (বিএনএফপিইউ)-১-এর সদস্যরা ২০১৩ সাল থেকে মালির বামাকোতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে পেশাগতভাবে দায়িত্ব পালন করছে। বিএনএফপিইউ-২ এমআইএনইউএসএমএ মালি ইউনিট মালির উত্তর অংশে টিমবুকটু অঞ্চলের মরুভূমি সাহারার প্রাণকেন্দ্রে গুন্ডাম এলাকায় সুনামের সাথে কাজ করছে।
সময় জার্নাল/এলআর