এম পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী 'এম ভি হাইডং-৯ জাহাজ।
রবিবার দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এদিন দুপুর ২ টা থেকে জাহাজ থেকে খালাস চলছে এই জাহাজে আনা সেতুর ১ হাজার ৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। দুইদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে এগুলো নৌ পথে সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ২১ ফেব্রæয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।
এমআই