ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
দুপুরে বড়াইগ্রাম উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে তারা মেলা স্টল ঘুরে দেখেন।
এরপর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা , উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, স্থানীয় এমপি পুত্র আসিফ বিন কুদ্দুস শোভন।
আগামী ৭ই মার্চ শেষ হবে তিন দিনব্যাপী এই মেলা। মেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা আধুনিক যন্ত্রাংশ ও আধুনিক কৃষির নানা উপকরণ প্রদর্শন করা হয়।
সময় জার্নাল/এলআর