নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালালবিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দালাল চক্রের নয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক এই তথ্য জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা জানান, সম্প্রতি অভিযোগ আসে, সংঘবদ্ধ একটি দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা দেওয়ার আশ্বাসে বিভিন্নভাবে বিরক্ত করছে। অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। ওই বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র্যাব কর্মকর্তা আরও জানান, এক পর্যায়ে আজ দুপুর ১২টার দিকে একযোগে সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় নয় দালালকে গ্রেফতার করা হয়। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।
এমআই