আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখ এক হাজার ৯৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৫২৩ জন। এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ১১ হাজার ৮৫৩ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ এক হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি।
দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য পরিষেবাতে বিপুল চাহিদা তৈরি হয়েছে। শয্যার পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশে প্রকট। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন। এই পরিস্থিতিতে ভারতে ভ্যাকসিন কার্যক্রম চলছে। যদিও গত কয়েকদিনে টিকা দেয়া হয়েছে অনেক কম। তবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কোটি টিকার ডোজ দেয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ