নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আঠারো জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও এনবিইআর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
৭ মার্চ বিকেলে এক লিখিত বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় অধ্যাপক পারভেজ বলেন, আহতদের সুচিকিৎসা সহ নিহত-আহতদের ক্ষতি পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। নিবিড় তদন্তের মাধ্যেমে প্রকৃত কারণ অনুসন্ধান করে এই ধরণের দূর্ঘটনা রোধে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। "
এমআই