খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজার রামু আওয়ামী যুবলীগের সম্মেলন শুক্রবার (১০ মার্চ)। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শুক্রবার উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
উদ্বোধক থাকবেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তা থাকবেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। প্রধান আলোচক হিসেবে থাকবেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল আলম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আজম ও ইশতিয়াক আহমেদ জয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন রামু উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম এবং সঞ্চালনা করবেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া।
এসময় যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া সাংবাদিকদের জানান, মঞ্চ তৈরীসহ সাজসজ্জা এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতাকর্মীদের কে সম্মেলন প্রাঙ্গনে নিয়ে আসার জন্য গাড়ি ব্যবস্থা করেছেন।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে হিসাব-নিকাশ বেশি চলছে। দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে।
সমর্থকদের মধ্যে কার নেতা পদ পাবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী ষ্টেশনসহ মহাসড়ক ও অভ্যন্তরিন সড়কে নেতাকর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করছেন ব্যানার, ফেস্টুন, তোরন ও বিলবোর্ড।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে শীর্ষ পদ নিজেদের দখলে রাখতে নেতারা যে যার মতো তদবির করে যাচ্ছেন। শেষমুহূর্তে এসে কেউ কেউ ঘুরছেন যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের দুয়ারে দুয়ারে।
সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন
জেলা যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রজত বড়ুয়া রিকু, রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক রতন বড়ুয়া ।
এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন রামু উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, রামু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূট্টো, রামু উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, রামু উপজেলা যুবলীগের সদস্য বিপুল বড়ুয়া আব্বু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদ আলী খান, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল এর রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিনসহ যুবলীগের নেতৃবৃন্দ সম্মেলনের কার্যক্রম পরিদর্শন করেন।
সময় জার্নাল/এলআর