খালেদ হোসেন টাপু, রামু:
কমিটি ঘোষণা ছাড়াই শুক্রবার (১০ মার্চ) শেষ হয়েছে, রামু উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
রামু চৌমুহনী স্টেশনে অনুষ্ঠিত রামু উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ে ছিলেন, এদেশের মানুষের মুখে হাঁসি ফোটাতে, দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মান জনক জায়গা দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে চান। সেই কাজ গুলোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। সেই কাজ গুলো করতে গিয়ে ১৮বার তার উপর হামলা হয়েছে। তবু তিনি পিছপা হন নি।
তিনি বলেন, যুবলীগের দায়িত্ব হলো, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমুলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। যুবলীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা যদি থাকে, সেটা খারাপ। কোন অসুস্থ প্রতিযোগিতাকে ঠাই দেবো না। যুবলীগ প্রধানমন্ত্রীর ডাল হিসেবে থাকবে। নেতাকর্মীরা আপনদের সহযোদ্ধা, এরা আপনাদের চাকুরি করেনা। তাদেরকে মূল্যায়ন করতে হবে।বঙ্গবন্ধু তাঁর নেতাদের অত্যন্ত ভালেবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা ধারণ করে থাকি, তাহলে আমরা আমাদের নেতাকর্মীদের ছোট করতে পারি না। বঙ্গবন্ধুর মতো নেতা আমরা জীবনে আর পাবো না। বঙ্গবন্ধু কখনো ভোগের রাজনীতি করেন নাই, সবসময় ত্যাগের রাজনীতি করেছেন।
রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় রামু যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর উদ্বোধক ও সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাধারন সম্পাদক শামসুল আলম মন্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সংসদ সদস্য গিয়াস উদ্দিন আজম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ জয়।
সম্মেলনের শুরুতে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, শোকপ্রস্তাব উপস্থাপন করেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূট্টো। রাতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা হয়নি।
এদিকে যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদক প্রার্থীরা নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন।
এমআই