সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরের ভেলানগর এলাকায় একটি মুদি দোকান ও পাশে থাকা বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই অগ্নিকারে ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ভেলানগর এলাকার মানিকরোডে মোহাম্মদ মামুন মিয়ার মারিয়া স্টোর নামে একটি মুদি দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা ২ টি ফ্রিজ বিস্ফোরণ হলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা দুইটি বসতঘরেও আগুন ছড়িয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে ২ টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফ্রিজ, মুদি মালামাল ও পাশের বসতঘরে থাকা আসবাবপত্র। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, অগ্নিকারে ঘটনায় কোনো হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
সময় জার্নাল/এলআর