ইমরান মাহফুজ :
বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সূত্রপাত প্রাথমিকভাবে ব্যক্তিস্বার্থে— বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষার্থীর অধিকার নিয়ে না। অবশ্যই না!
যখনি বড়ো হতে শুরু করছে ঘটনার ডালপালা তখনি ক্যাম্পাসের বাহার ও ছাত্রদের লেপ্টে থাকা চেতনা সম্প্রসারণ শুরু করে ফেসবুক ছাত্রদের বিভিন্ন গ্রুপ।
যা একজন আদর্শ শিক্ষার্থীর সাথে যায় না, প্রসঙ্গত অনেকে ৫২,৭১ ও ৯০ আন্দোলনে ছাত্রদের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত। ভুলে গেলে চলবে না সে আন্দোলন দেশ ও দশের স্বার্থে। কেউ থামিয়ে দেই নি, বরং প্রান্থিক মানুষের জীবন বিলিয়ে দিয়েছিলো। আর এখন নিজের ক্যাম্পাসও থাকে না! সহপাঠী ত অনেক আগে বিভক্ত।
যদি শিক্ষার্থী সুহৃদ মিলেমিশে একাকার হতো,তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনশণ নিয়ে অধিকাংশ চুপ ছিলো কেন?। ঢাকার বাহিরে বলে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ মিনারে ফুলবিক্রেতা মেয়েটার ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের আওয়াজ কই ছিলো? গরীব মানুষের জীবন বলে?
কুর্মিটোলায় ধর্ষণ নিয়ে যখন উত্তাল সারাদেশ, ঠিক সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চা বিক্রেতা মামার মেয়ে ধর্ষণের ঘটনায় উল্টো তার বাবার নামে মামলা করে। অসহায় মানুষ বলে? কই তখন অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের আওয়াজ ছিলো? একজন শিক্ষার্থীর মনে রাষ্ট্রের বহুমাত্রিক সংকটে মমতা খুব কম খুব!
আজ ও গতকালের যে কোন ঘটনা আমায় আহত করে ভাবায়। উদ্বেগ সৃষ্টি করে। অসম্ভব অসহায় লাগে। বিচার চাইতে পারি না। কার কাছে চাইবো। সুতরাং
অনেক সময় দেখা যায় শিক্ষার্থী তার ব্যক্তিগত কারণও ক্যাম্পাসের ঝামেলা বলে চালিয়ে দেয়। ফলে মূল ঘটনা হারিয়ে যায় কথিত জ্বীন-ভূত তাড়ানো আধুনিক ছাত্রদের ভীড়ে!
তবে প্রকৃত শিক্ষার্থীদের সংকট সম্ভাবনা অভিভাবক ও প্রতিষ্ঠানের দেখা উচিৎ৷ কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগত ঝামেলা মানে ক্যাম্পাসের বিষয় না কিন্তু! সেই সাথে দুটি ঘটনায় আমরা কেবলমাত্র শিক্ষার্থীদের আলাপের বহিঃপ্রকাশ হিসেবে কথা বলছি এলাকাবাসীর বক্তব্য নেই কোথাও? তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে চাদঁাবাজীর অভিযোগ করে। এখনো প্রমাণিত না, সুতরাং অপেক্ষা করি। দেখে বুঝে আন্দোলন করি!
ছাত্রদের কথায়, কথা বলা একপাক্ষিক নয় কী! তবে দ্রুত সম্ভব নৈতিকতার যুক্তিতে বিষয়টার সমাধান জরুরি। অন্যায়কারীর অন্য কোনো পরিচয় থাকতে পারে না অন্যায়কারী ব্যতীত।
বি.দ্র: শিক্ষার্থীদের কপালে আর দুঃখ আছে পকেটে পকেটে সংসারের কারণে। অন্তত শ্রমিকদের থেকে ঐক্য কী জিনিস শেখা উচিত। বিচ্ছিন্নতা তিলে তিলে শেষ করে যে কোন সমাজ ও স্বপ্নকে!
এ দল বি দল সি দল করে করে জায়গায় জায়গায় মার খাবে। জীবনের গল্প বেদনার হবে। আগামী উজ্জ্বল অন্ধকার...
লেখক : কবি ও গবেষক ।