স্পোর্টস ডেস্ক:
সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। যেখানে চূড়ান্ত হয়েছে শেষ চারে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হতে যাচ্ছে। এবারের আসরে সবচেয়ে বেশি তিনটি ইতালিয়ান ক্লাব উঠেছে শেষ আটে। তাছাড়াও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। অন্য তিনটি ক্লাব রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও বেনফিকা।
শেষ আটের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ্রের বিপক্ষে খেলবে গ্রাহাম পটারের চেলসি। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর প্রথমবার কোয়ার্টারে ওঠা নাপোলিকে খেলতে হবে এসি মিলানের বিপক্ষে।
তাছাড়াও সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে খেলবে, সেই লাইনআপও নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ার্টারে বিজয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালিস্ট জয়ী দলের বিপক্ষে। অর্থাৎ ইন্টার-বেনফিকা বনাম নাপোলি-মিলান ম্যাচ জয়ী প্রথম সেমিফাইনালে খেলবে।
আর প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দল, অর্থাৎ রিয়াল-চেলসি ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ম্যানসিটি-বায়ার্নের তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দলের বিপক্ষে। সবশেষ দুই সেমিফাইনাল বিজয়ী দল ইস্তানবুলে আগামী ১০ জুন শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
শেষ চারে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
এমআই