গোলাম আজম খান, কক্সবাজার:
'স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন' প্রতিপাদ্যে কক্সবাজার জেলা কারাগারে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জনানো হয়।
শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেল সুপার মো. শাহ আলম খানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কারাগারের অভ্যান্তরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, চিত্রঅংকন প্রতিযোগিতা, কেক কাটা, বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান, জেলার শওকত হোসেন মিয়া, ডেপুটি জেলার আব্দুস সোবহানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই