মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রবাসীদের সমাজ সেবামূলক সংগঠন ‘কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ’ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন। আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর গ্রামের শাহ আলম, জসিম উদ্দিন, মোঃ ইউসুফ, সাকিব হোসেন, আকরাম হোসেন, মোঃ জসিম, মোঃ ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠানে গরীব ও অসহায় ৬০ পরিবারের মাঝে প্যাকেটভর্তি ছোলা বুট, ডাল, তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, খেজুর, সেমাই ও আলু বিতরণ করা হয়েছে।
রমজানের এক সপ্তাহ আগে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী পেয়ে সংগঠনের সকল প্রবাসীদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
এমআই