মামুনুর রশিদ মাহিন, (সীতাকুণ্ড) চট্টগ্রাম:
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ)বিকাল ৪টার দিকে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়।
এরপর সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি শামীমা আকতার লাভলী সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দীন এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।এতে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ম আহ্বায়ক এস এম ইউসুফ,চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক মার্শেল কবির পান্নু,সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযুদ্ধা নুরুল হুদা,রকিফুল ইসলাম,শাপু কুমার দাস,নুরুল কবির,ওমর ফারুক,জামাল উদ্দীন,মুজিবুর রহমান,মোরশেদ,নুরুল আলম,কবির শাহ দুলাল,মামুনুর রশিদ মাহিন,প্রমুখ নেতৃবৃন্দ।আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন সৃষ্টিকর্তার নিকট দু'হাত তুলে মোনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর