সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন " লন্ঠন" এর আয়োজনে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো' শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও সংগঠনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেন তারা।
সোমবার (২০ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমি ও তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি এস এম ওয়ালী উল্লাহ।
এছাড়া সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোরশেদ, সাংগাঠনিক সম্পাদক মরিয়ম বেগম, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক শাপলা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক আবদিন মুনিব ও কার্যনির্বাহী সদস্য সাদিয়া সুলতানাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ এবং বাংলাদেশ সম্পর্কে ব্যাপকভাবে জানার আগ্রহ তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, 'আমাদের উদ্দেশ্য হচ্ছে নবাগত শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে ব্যাপকভাবে জানতে পারে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও মহত্ত্ব সম্পর্কে যেন জানতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা এবং জ্ঞানের তৃষ্ণা আরো প্রগাঢ় করে জাগিয়ে তোলা।'
সময় জার্নাল/এলআর