মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ভ্যান ভাড়ার অতিরিক্ত ৫ টাকা দেয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম নামের ভ্যানযাত্রী এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক মোমরেজুল ইসলাম (৫২) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে। ঘাতক ভ্যানচালক মিন্টু (৩৫) একই এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন রাসেল জানান, রোববার রাতে ভ্যানে চড়ে মোমরেজুলসহ চার জন যাত্রী সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আখড়াখোলা বাজার থেকে মোচড়া মোড়ে আসেন। এ সময় ভ্যান চালক মিন্টু সবার কাছে অতিরিক্ত ৫ টাকা ভ্যান ভাড়া দাবী করে। এ নিয়ে মোমরেজুলের সাথে ভ্যানচালক মিন্টুর কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে এক পর্যায় মিন্টু তাকে উপর্যুপরি কিল ঘুষি মারে। এতে গুরুতর আহত হয় মোমরেজুল। আহত অবস্থায় মোমরেজুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ মার্চ) ভোর রাত ২টার দিকে মোমরেজুলের মৃত্যু হয়। এই ঘটনার পর ঘাতক ভ্যানচালক মিন্টু পলাতক রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আসামী একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি এখনও খুলনা মডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সময় জার্নাল/এলআর